দৈনিকবার্তা-ঢাকা, ২৫ আগস্ট: নেপালে নতুন সংবিধানের খসড়ার বিরুদ্ধে এক সহিংস বিৰোভে সাত পুলিশ ও ১৮ মাসের এক শিশু নিহত হওয়ার একদিন পর মঙ্গলবার দেশের পশ্চিমাঞ্চলে বিক্ষোভকারীরা বাড়ি-ঘরে আগুন দিয়েছে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে৷কাঠমান্ডুর ৪২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত টিকাপুর শহরে কারফিউ উপক্ষো করে কয়েকশ’ বিক্ষোভকারী বাড়িঘর ভাঙচুর করেছে৷
টিকাপুর পুলিশের উপ-পরিদর্শক ধন বাহাদুর কাঠায়াত বলেন, আজ কারফিউ অমান্যকারী কয়েকটি গ্রুপের সঙ্গে ছোট-খাটো সংঘর্ষ হয়েছে৷কাঠায়াত এএফপিকে বলেন, ‘তারা কয়েকটি বাড়িঘরে আগুন দিয়েছে, তবে আমাদের টিম আগুন নিভিয়ে ফেলেছে৷পুলিশ জানায়, সোমবারের সহিংসতার মাত্রায় তারা বিস্মিত হয়েছেন৷ সহিংসতার কারণে সরকার ঘটনাস্থলে সেনাবাহিনী পাঠাতে বাধ্য হয়৷নেপালের আইন প্রণেতারা নতুন সংবিধান প্রশ্নে একটি সমঝোতায় উপনীত হওয়ার পর থেকে কয়েক সপ্তাহ ধরে নেপালের কয়েকটি অংশে বিক্ষোভ দানা বাঁধছিল৷নেপালে মাওবাদী বিক্ষোভ প্রশমনের দুই বছর পর ২০০৮ সালে নতুন সংবিধান প্রণয়নের কাজ শুরম্ন হয়৷ কিন্তু নতুন সংবিধানের খসড়ায় দেশকে সাতটি প্রদেশে বিভক্ত করার পরিকল্পনা ঐতিহাসিকভাবে প্রানত্মিক জনগোষ্ঠীগুলোর মাঝে ৰোভের সঞ্চার করে৷ তাদের বক্তব্য নতুন সীমানা তাদের রাজনৈতিক প্রতিনিধিত্বের সুযোগ সীমিত করবে৷ভারতের সীমানত্মে বসবাসরত যারা নৃ-গোষ্ঠী তাদের জন্য আলাদা প্রদেশ দাবি করে বিক্ষোভ আয়োজন করলে সর্বশেষ সংঘর্ষের সূত্রপাত ঘটে৷