দৈনিকবার্তা-ঢাকা, ২৫ আগস্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র ভারপ্রাপ্ত সভাপতি কমরেড হায়দার আকবর খান রনো, সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)’র সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান এক বিবৃতিতে হঠাৎ করে দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, হঠাৎ করেই অস্বাভাবিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র খেটে খাওয়া গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। অসাধু ব্যবসায়ীদের অতিমুনাফার জন্য দ্রব্যমূল্য বৃদ্ধির পাশাপাশি খাদ্যে ভেজালও বেড়েছে।
নেতৃবৃন্দ বলেন, মুক্তবাজার অর্থনীতির কারণে বাজারে নৈরাজ্য দেখা দিয়েছে। লুটপাটতন্ত্র সর্বত্র জেঁকে বসেছে। সাধারণ মানুষের প্রতি সরকারের কোনো দায় নেই। সরকার জিম্মি অসাধু সিন্ডিকেটের কাছে। বাজারের দুষ্টচক্র সিন্ডিকেট এখন বাজার নিয়ন্ত্রণ করছে। কিন্তু সরকার তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না। কারণ বাজারের নিয়ন্ত্রকরাই এখন সরকারকে নিয়ন্ত্রণ করছে। বিবৃতিতে সিপিবি-বাসদ-এর নেতৃবৃন্দ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও খাদ্যে ভেজাল ঠেকাতে সরকারের গণবিরোধী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে জনগণের প্রতি আহ্বান জানান।