Bangladesh-Army

দৈনিকবার্তা-খাগড়াছড়ি, ২৫ আগস্ট: খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার দুর্গম অঞ্চলে চিকিৎসা সেবা প্রসার ও দ্রুততম সময়ে প্রাথমিক চিকিৎসা প্রদানে সক্ষমতা অর্জনের লক্ষে বিপুল পরিমান চিকিৎসা সরঞ্জাম প্রদান করেছে পার্বত্য জেলা পরিষদ।এরমধ্যে ৪১টি ফার্স্ট এইড বক্স, ৪১টি ব্লাড প্রেসার মেশিন, ৪১টি স্টেথিস্কোপ এবং ৪১টি থার্মোমিটার রয়েছে। সোমবার সকালে জেলা পরিষদ চেয়ারম্যানের সরকারী বাসভবনে চেয়ারম্যান কংজরী চৌধুরী, মহালছড়ি সেনা জোনের প্রতিনিধি ক্যাপ্টেন ডা. মোজান্মেল’র কাছে এইসব সামগ্রী হস্তান্তর করেন।এসময় পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান তরফদার এবং খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অতি সম্প্রতি মহালছড়ি সেনা জোনের উদ্যোগে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ৪১জন যুবক-যুবতীকে একমাস ব্যাপী প্রাথমিক চিকিৎসা কোর্স প্রদান করা হয়। প্রশিক্ষিতদের বিতরণের জন্য এইসব চিকিৎসা সরঞ্জাম দেয়া হবে।