Sreepur RMG Worker Dead 3

দৈনিকবার্তা-গাজীপুর, ২৪ আগস্ট ২০১৫: গাজীপুরের শ্রীপুরে ক্রাউন উলওয়্যার ফ্যাশন কারখানার দেওয়ালের নীচে চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। এঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা ভাংচুর করেছে। পরিস্থিতি সামাল দিতে কারখানা সোমবারের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নিহতের নাম নাসির আহম্মেদ (২৫)। সে শ্রীপুর উপজেলার পূর্ব আক্তাপাড়া গ্রামের আহাম্মদ আলীর ছেলে এবং ওই কারখানার ডায়িং সেকশনের কেমিক্যাল ডিস্ট্রিবিউটর।

Sreepur RMG Worker Dead

শ্রীপুর মডেল থানার এসআই হাবিবুর রহমান জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকাস্থ ক্রাউন উলওয়্যার ফ্যাশন কারখানার কেমিক্যাল ডিস্ট্রিবিউটর নাসির আহম্মেদ সোমবার সকাল ৭টার দিকে নাসির ডায়িং সেকশনে লবন আনতে যায়। এসময় হঠাৎ করে পাশের পার্টিশন দেওয়াল ধ্বসে পড়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কারখানার শ্রমিকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা কারখানার জানালা-দরজার কাঁচ ও প্রধান ফটকে ভাংচুর শুরু করে। খবর পেয়ে শ্রীপুর মডেল থানা পুলিশ ও গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।কারখানার মহা-ব্যবস্থাপক (জিএম) খোরশেদ আলম জানান, পরিস্থিতি সামাল দিতে কারখানা সোমবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

Sreepur RMG Worker Dead 1