দৈনিকবার্তা-লক্ষ্মীপুর , ২৪ আগস্ট: লক্ষ্মীপুরের কমলনগরের মতিরহাট এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ ভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের দায়ে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত৷ রোববার রাত ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাকছুদুর রহমান ভ্রাম্যমাণ আদলত বসিয়ে এ দন্ড প্রদান করেন৷ এদের মধ্যে ৮ জনকে ১৫ দিনের ও বাকী ৬ জনকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়৷ এ সময় ড্রেজার মেশিন ও বলগেইটের জন্য ২ লৰ টাকা জরিমানা করা হয়৷দন্ডপ্রাপ্তরা হলেন, শাহ আলম, জহির, মোঃ নুর উদ্দিন, সালাহ উদ্দিন, মাইনুল ইসলাম, হুমায়ুন কবির, শাহাদাত্ হোসেন, মোঃ জাকির, মোঃ জুয়েল, জাহাঙ্গির, রাসেল, কুদ্দুস, রিপন, মাকছুদুর রহমান ও আবদুল কাদের৷ দন্ডপ্রাপ্ত সবাই বরিশাল ও ভোলা জেলার বাসিন্দা বলে জানা গেছে৷পুলিশ ও কোস্টগার্ড জানায়, লক্ষ্মীপুরের মেঘনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে বিশেষ অভিযানে নামে স্থানীয় প্রশাসন৷ রোববার সন্ধ্যার দিকে কমলনগরের মেঘনা নদীর মতিরহাট পয়েন্ট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করার সময় ১৫ জনকে আটক করে পুলিশ ও কোস্টগার্ড৷ এসময় একটি ড্রেজার মেশিন ও একটি বলগেইট জব্দ করা হয়৷ পরে রাত ১০টার দিকে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাকছুদুর রহমান ৮জনকে ১৫ দিনের ও বাকী ৬ জনকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন৷ এ সময় ড্রেজার মেশিন ও বলগেইটের জন্য ২ লৰ টাকা জরিমানার আদেশও দেন ভ্রাম্যমাণ আদালতের এ নির্বাহী ম্যাজিষ্ট্রেট৷
লক্ষ্মীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাকছুদুর রহমান জানান, জেলা প্রশাসনের পৰ থেকে পুলিশ ও কোস্টগার্ডের সহায়তায় অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়৷ এসময় মেঘনার নদীর মতিহাট পয়েন্ট এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলন করা সময় ১৫ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে করাদন্ড ও দুই লৰ টাকা জরিমানা করা হয়৷ অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসনের পৰ থেকে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসনের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট৷