দৈনিকবার্তা-মুন্সীগঞ্জ, ২৪ আগস্ট: সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু প্রকল্প এলাকায় পদ্মা নদীর এ ভাঙনের ফলে মূল সেতুর নির্মাণে কোনপ্রকার ক্ষতির আশঙ্কা নেই। সাময়িক এ ভাঙন নিয়ে উদ্বেগ ও আশঙ্কারও কোন কারণ নেই।ভাঙনরোধে সব ধরণের প্রস্ততি এখানে রয়েছে।আর কিছুদিন পরেই নদীর এ শক্তি থাকবে না।নদীর এ ভাঙনে সেতুর কাজের ধারা ও মনকে ভাঙতে পারবে না ।
তিনি আরো বলেন ,পদ্মা সেতুর নির্মাণকাজে পরিকল্পনাহীনতা ও সমন্বয়হীনতা কখনো হবে না। সিডিউল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই পদ্মা সেতুর কাজ শেষ হবে।এ লক্ষ্যে আগামী অক্টোবরে সেতুর মুল পাইলিং ও নদীশাসনের কাজও শুরু হবে।এতে কোন ভুল নেই। তিনি বলেন, পদ্মায় নাব্যতা সঙ্কট দূরীকরণে সেতু বিভাগও সহযোগীতা করছে।ফেরী সার্ভিস সচল রাখতে পদ্মা সেতু বিভাগ নৌ পরিবহন মন্ত্রণালয়কে ড্রেজিংসহ সব ধরণের সহযোগীতা চালিয়ে যাবে । তিনি সোমবার এসব কথা বলেন।
পরিদর্শনকালে মন্ত্রী ।এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন,পদ্মা সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, পানি বিশেষজ্ঞ ড. আইনুন নিশাতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা । উল্লেখ্য,রোববার রাতে পদ্মার আকষ্মিক ঘূর্ণাবর্তে ও প্রবল ¯্রােতে কুমারভোগ পদ্মা সেতুর কন্সট্রাকশন এলাকার প্রায় ৬০মিটার পদ্মায় বিলীন হয়ে যায়।তবে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তারা শ্রমিক নিয়োগ করে বাঁশের বেড়া,জিও ব্যাগ দিয়ে ভাঙনরোধে মেরামত কাজ চালিয়ে যাচ্ছেন।