দৈনিকবার্তা-ঢাকা, ২৪ আগস্ট ২০১৫: গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (উত্তর) রাজধানীর দক্ষিনখান থানাধীন আইনুসবাগ শাহী মসজিদের সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীর ২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের নাম আলতামাস আহম্মেদ বাবু ও সৈয়দ জানে আলম রুবেল। এ সময়ে তাদের হেফাজত হতে বিপুল পরিমান জিহাদী ও সংগঠনের নিজস্ব ব্যবস্থাপনায় প্রকাশিত ম্যাগাজিন এবং ১ টি কালো রং এর ল্যাপটপ ব্যাগ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দক্ষিনখান থানা এলাকায় বসবাস করে। তারা এবং তাদের অন্যান্য সহযোগীরা নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহ্রীর লিফলেট বিতরণের মাধ্যমে ছাত্র-শিক্ষক, পেশাজীবি, চাকুরিজীবি, শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে রাষ্ট্র ও সরকার সম্পর্কে বিভ্রান্তি প্রচার করে আসছে। এছাড়াও তারা সরকারকে উৎখাত বা ক্ষমতাচ্যুত করে তাদের মনঃপুত খিলাফত রাষ্ট্র গঠনের লক্ষ্যে উস্কানিমূলক প্রচারাভিযান চালাচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।ডিসি (ডিবি-উত্তর) শেখ নাজমুল আলম, বিপিএম, পিপিএম (বার) এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ মাহফুজুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মোঃ শাহিদুর রহমান এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।