share-bazar-LL

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ আগস্ট ২০১৫: দুই মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে শেয়ার বাজারে৷ পতনের ধারায় থাকা দেশের শেয়ার বাজারে সোমবারও বেশিরভাগ কোম্পানির শেয়ারের ব্যাপক দরপতন ঘটেছে৷ এছাড়া কমেছে সাধারন সূচকও৷বাজার বিশ্লেষনে দেখা যায়, ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই)লেনদেন হওয়া ৩১৯ টি কোম্পানির মধ্যে দর বেড়েছে মাত্র ৬৮টি ও কমেছে ২১১ টি কোম্পানির৷ আর দর অপরিবর্তিত রয়েছে ৪০ টি কোম্পানির শেয়ারের দাম৷ লেনদেনের শীর্ষে রয়েছে শাহজিবাজার পাওয়ার৷ দিনশেষে কোম্পানিটির ২৪ কোটি ৯৫ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে৷ দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মার লেনদেন হয়েছে ১৭ কোটি ৬৮ লাখ ৬৬ হাজার টাকা৷ ১৪ কোটি ১৯ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক৷লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- লাফার্জ সুরমা, ইউনাইটেড পাওয়ার, এপেঙ্ ফুডস, কাশেম ড্রাই সেল, বেঙ্মিকো ফার্মা, গ্রামীণফোন, রতনপুর স্টীল মিলস৷

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এঙ্চেঞ্জের সিএসসিএঙ্ ৬৪.৬২ পয়েন্ট কমে দিনশেষে ৮৯৫৬.৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে৷ লেনদেন হয়েছে ২৭ কোটি ৯৫ লাখ টাকা৷ লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দর৷