দৈনিকবার্তা-গোপালগঞ্জ, ২৪ আগস্ট ২০১৫: মঙ্গলবার গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ও কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ও কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মেম্বার পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।এ নির্বাচন সম্পন্ন করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করছেন উপজেলা নির্বাচন অফিস। কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।এ উপনির্বাচনে সদর উপজেলার করপাড়া ইউনিয়নে ৫জন ও কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নে ৩ জন চেয়ারম্যান পদে ও কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মেম্বার পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।জেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমাস হাসানের বিরুদ্ধে ১২জন মেম্বার অনাস্থা প্রকাশ করে। এ প্রক্ষিতে চেয়ারম্যান পদত্যাগ করলে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদ শূন্য হয়।
এ ইউনিয়নের উপ নির্বাচনে ৫জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বদ্ধিতা করছেন। তারা হলেন আঃ সত্তার মোল্যা (তাল গাছ), সিকদার শাহ সুফিয়ান (টেবিল ফ্যান), এসএম হাবিবুর রহমান (রজনীগন্ধা), মোঃ মজিবর রহমান বেগ (অটো রিক্সা), মোঃ দেলোয়ার হোসেন (ঢোল)।এ ইউনিয়নে ৯টি কেন্দ্রে ১৪হাজার ৫শ ৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ ৯টি কেন্দ্রের মধ্যে দক্ষিণ বনগ্রাম, উত্তর বলাকইড়, দক্ষিণ বলাকইড় ও মধ্য করপাড়া কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ হিসাবে ধরা হয়েছে।অপরদিকে, কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের চেয়ারম্যান সামচুল হক হাওলাদার মারা যান। এতে ওই ইউনিয়নের চেয়ারম্যানের পদটি শূন্য হয়।এ ইউনিয়নের উপ নির্বাচনে তিনজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বদ্ধিতা করছেন।
তারা হলেন সাবেক চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহামুদ কালু (টেবিল ফ্যান), কামরুল ইসলাম বাদল (তালগাছ) ও এ্যাডভোকেট বজলুল রহমান হাওলাদার (অটো রিক্সা)।এ ইউনিয়নে ৯টি কেন্দ্রে ১৫হাজার ৩শ ১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৪৭৭ ও মহিলা ভোটার ৭হাজার ৮৪২ জন।এছাড়া কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মেম্বার পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মোঃ সাবু সিকদার (ভ্যানগাড়ী) ও জাহিদ সিকদার (টুল) প্রতিক নিয়ে প্রতিদ্বদ্ধিতা করছেন। এ ওয়ার্ডে ৮২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।উপ-নির্বাচনের রির্টানিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম, কোটালীপাড়া উপজেলার মো. হাচান উদ্দিন এবং কাশিয়ানী উপজেলার শহীদুল ইসলাম জানান, সুষ্ঠ ভাবে নির্বাচন সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আনসার, পিবিবিএন এর পশাপাশি পুলিশ ও র্যাব নিয়োজিত থাকবে। এছাড়া ভ্রাম্যমান আদালত থাকবে এবং সেনাবাহিনী চাওয়া হয়েছে। আশা করছি নির্বাচন শুরু হবার আগে যেকোন সময় সেনাবাহিনী পেয়ে যাব।