দৈনিকবার্তা-ঢাকা, ২৪ আগস্ট: প্রায়ত রাষ্ট্রপতি জিল¬ুর রহমানের প্রিয়তমা স্ত্রী আইভি রহমানের ১১ম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার সকাল ১০ টায় আওয়ামী লীগের পক্ষ্য থেকে বনানী কবরোস্থানে তাঁর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন আলোচনা সভা, কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল, পুস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
২০০৪ সালের ২১ আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে বঙ্গবন্ধু এভিনিস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও মহিলা আওয়ামী লীগ সভাপতি আইভি রহমান মারাত্মক আহত হন। ওই হামলায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে রক্ষা পান।ওই ঘৃণ্য হামলায় আওয়ামী লীগের ২৩ নেতা-কর্মীর মৃত্যুর ৩ দিন পরে ২৪ আগস্ট গুরুতর আহত আইভি রহমান সম্মিলিত সামরিক হাসপাতালে (বিএমএইচ) ইন্তেকাল করেন।পুষ্পস্তবক অর্পণ শেষে আওয়ামী লীগ নেতারা ফাহেতা পাঠ এবং মরহুম আইভি রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
এ সময়ে আইভি রহমানের পুত্র নাজমুল হাসান পাপন, আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট সাহারা খাতুন, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ক্যাপ্টেন (অবঃ) এবি তাজুল ইসলাম এমপি, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিতরায় নন্দি, সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।এ ছাড়াও স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ,মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলালীগ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা তাদের নিজ নিজ সংগঠনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে আইভি রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
আইভী রহমানের ১১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।এর আগে সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বেগম আইভি রহমানের মৃত্যুবার্ষিকী পালন কমিটি এক আলোচনা সভার আলোচনা করে।আওয়ামী লীগ নেতা এম এ করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এ্যডভোকেট সাহারা খাতুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ক্যাপ্টেন (অবঃ) এবি তাজুল ইসলাম এমপি, সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু এমপি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান প্রমুখ বক্তব্য রাখেন।