দৈনিকবার্তা-গাজীপুর, ২৩ আগস্ট ২০১৫: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধুর প্রত্যক্ষ খুনীদের বিচার হয়েছে, কিন্তু যারা এ হত্যাকান্ড ঘটিয়েছে-তাদের বিচার হয়নি। বঙ্গবন্ধুর হত্যাকান্ড ঘটানোর নেপথ্যের খুনীদের বিচারের জন্য প্রয়োজনে আন্তর্জাতিকভাবে ইনকোয়ারি করে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। আমাদের চরম দুর্ভাগ্য যে, অনেক মুক্তিযোদ্ধাই স্বাধীনতা পরবর্তী সময়ে আদর্শচ্যুত হয়ে রাজাকার হয়েছে, কিন্তু কোন রাজাকারই মুক্তিযোদ্ধা হয়নি।
রবিবার সন্ধ্যায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) আয়োজিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪০তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ডুয়েট এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসানউল্লা মাস্টার অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্বদ্যিালয়ের রেজিস্ট্রার ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা, ডুয়েট ছাত্রলীগের সভাপতি মোঃ নাসিরুদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ রেজাউর রহমান রাতুল বক্তব্য রাখেন।
সভায় ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, সুবিধা ভোগ করা হচ্ছে, কিন্তু তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হচ্ছে না। তাঁর শাহাদৎ বার্ষিকীর অনুষ্ঠানে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে যা খুবই দুঃখজনক। এর অর্থ, আমরা সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে উঠতে পারিনি।অনুষ্ঠানে ডুয়েট’র উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, বঙ্গবন্ধু হিমালয়ের মত মাথা উঁচু করে মিশে আছেন বাংলার আকাশে বাতাসে। বঙ্গুবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন করলেই তার প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন করা হবে বলে তিনি মত প্রকাশ করেন।অনুষ্ঠানে অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার দাবি করেন।