Sangshad_2_0

দৈনিকবার্তা-ঢাকা, ২৩ আগস্ট: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় পরীক্ষা-নিরীক্ষা করে সরকারী-বেসরকারী অংশীদারিত্ব বিল-২০১৫ এর রিপোর্ট চূড়ান্ত করার সুপারিশ করা হয়েছে।রোববার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।কমিটির সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, মো: তাজুল ইসলাম চৌধুরী, সাহারা খাতুন, মো: শামসুল হক টুকু, তালুকদার মো: ইউনুস, এড: মো: জিয়াউল হক মৃধা, সফুরা বেগম সভায় অংশগ্রহণ করেন।

কমিটির বিশেষ আমন্ত্রণে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন সভায় উপস্থিত ছিলেন।সভায় বিভিন্ন খাতের অবকাঠামো নির্মাণসহ সেবা খাতে ব্যাপক বিনিয়োগ নিশ্চিতকল্পে সরকারের পাশাপাশি বেসরকারি অংশগ্রহন নিশ্চিত করা এবং সরকারী-বেসরকারী অংশীদারিত্ব সৃষ্টির আইনি কাঠামো প্রদানের লক্ষ্যে আনীত সরকারী-বেসরকারী অংশীদারিত্ব বিল-২০১৫ এর উপর বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়া বিশেষ আমন্ত্রণে আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এবিএম খায়রুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব মো: আবুল কালাম আজাদ সভায় উপস্থিত ছিলেন।