দৈনিকবার্তা-রাজবাড়ী, ২৩ আগস্ট: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত ও অন্তত ৩৪ জন আহত হয়েছেন। গোয়ালন্দ ঘাট থানার ওসি একেএম নাসিরউল্লাহ জানান, রোববার বেলা ১১টার দিকে দৌলতদিয়া ক্যানেলঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দুই বাসের চালক আবু শামা ও জাকির হোসেন, মানিকগঞ্জ এলাকার দুই যাত্রী আব্দুর রহিম ও আজগর আলী।আহতদের মধ্যে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জনকে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্তত নয় জনকে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান ওসি।ওসি নাসিরউল্লাহ প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, সকাল ১২টার দিকে দৌলতদিয়া ক্যানেলঘাটে ঝিনাইদহগামী একটি বাসের সঙ্গে দৌলতদিয়াগামী বিপরীতমুখী আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তিনজন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ারর পর একজনের মৃত্যু হয়।তিনি জানান, স্থানীয় জনসাধারণ, পুলিশ, উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার কাজে অংশ নেন। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।