দৈনিকবার্তা-লৌহজং(মুন্সীগঞ্জ), ২৩ আগস্ট: অক্টোবরে পদ্মা সেতুর মুল পাইলিং প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। শিমুলিয়া ঘাট থেকে পদ্মা সেতুর পাইলিং ৩ কি.মি দুরে তাতে কোন প্রতিক্রিয়া হওয়ার কথা নয় । মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তা সংলগ্ন পদ্মা সেতুর পাইলিং কাজ পরিদর্শনে এসে, রবিার বিকাল ৪ টায় সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন,পদ্মা সেতু চালু করতে হবে, জাহাজ ফেরি চালু রাখতে হবে। ফেরি সার্ভিস তো আমরা বন্ধ রাখতে পারব না।
পদ্মার নাব্যতা সংকটে সেতু বিভাগ সহযোগীতা করবে। পাইলিং ডিজাইন পরিকল্পনা থেকে আমরা একচুলও নরব না। ডিজাইন প্লান সব কিছু ঠিক রেখে আমরা ফেরি সার্ভিস চালুর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সংস্থা কে সহযোগীতা করব। আমরা আশা করছি অক্টোবরের শেষ ভাগে মূল পাইলিং প্রধান মন্ত্রী উদ্বোধন করবেন। চলার পথে আবার সিডিউলটা ব্যালেন্স হতে পারে। তিনি সাংবাদিকদের আরো বলেন, সঠিক তথ্য জেনে তার পর লিখবেন। এ সময় সেতু বিভাগ নদী শাসন সও জ’র । সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।