দৈনিকবার্তা-ঢাকা, ২৩ আগস্ট: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৫ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে “শিল্পের আলোয় বঙ্গবন্ধু” শীর্ষক ৭ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠানমালার অংশ হিসেবে একাডেমীর জাতীয় চিত্রশালার ৩নং গ্যালারিতে শিল্পী কিরীটি রঞ্জন বিশ্বাস এর “চিত্রপটে বঙ্গবন্ধু” শীর্ষক ৪৪টি প্রায় অর্ধশতাধিক শিল্পকর্ম নিয়ে ২৩-৩১ আগস্ট ৯দিনব্যাপী ৩য় একক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আজ ২৩ আগস্ট ২০১৫ রবিবার বিকেল ৪টায় একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে “চিত্রপটে বঙ্গবন্ধু” শীর্ষক ৯দিনব্যাপী একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, এম.পি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী রফিকুন্নবী, শিল্পী আবুল র্বাক আলভী, বিশিষ্ট অর্থনীতিবিদ আবুল বারাকাত এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জনাব গোলাম কুদ্দুছ। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমীর সচিব ও চারুকলা বিভাগের পরিচালক জনাব জাহাঙ্গীর হোসেন চৌধুরী এবং অনুভুতি ব্যক্ত করেন শিল্পী কিরীটি রঞ্জন বিশ্বাস।