দৈনিকবার্তা-ঢাকা, ২৩ আগস্ট: আজ ২৩/০৮/১৫ তারিখ রবিবার রাজধানীর গাবতলী বাসটার্মিনাল এলাকায় বাস মালিক সমিতি এর প্রধান কার্যালয়ে এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং পরিবহন মালিক ও শ্রমিক এবং লঞ্চ মালিক ও শ্রমিকদের যৌথ উদ্যোগে অজ্ঞান ও মলমপার্টি প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গাবতলীর সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম এন্ড অপস) শেখ মোহম্মদ মারুফ হাসান বিপিএম। এছাড়াও মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ কাইয়ুমুজ্জামান খান, বাস ট্রাক মালিক সমিতির সভাপতি ফারুক তালুকদার সোহেল এবং সহ-সভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন মফিজুল হক বেবুসহ মালিক ও শ্রমিক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অন্যদিকে সদরঘাট লঞ্চ মালিক ও শ্রমিকদের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম এন্ড অপস) শেখ মোহম্মদ মারুফ হাসান বিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-চলাচল (যাত্রী পরিবহণ) সংস্থার চেয়ারম্যন জনাব মাহবুব উদ্দিন আহমদ বীর বিক্রম, পিপিএম। লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মফিজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, বিগত দিনে আমরা কুচক্রী মহলের অপতৎপরতা থেকে লঞ্চ যাত্রীদের তাদের গন্তব্যে নির্বিঘেœ পৌছে দেয়ার ব্যবস্থা করেছি এবং আগমীতে লঞ্চ যাত্রীদের নিরাপত্তায় সর্বাধিক সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করব।
উক্ত ২টি সভায় আসন্ন ঈদকে কেন্দ্র করে অজ্ঞানপার্টি ও মলমপার্টির দৌরাত্ম প্রতিরোধের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। বক্তব্যে প্রধান অতিথি শেখ মোহম্মদ মারুফ হাসান বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনগণের নিরাপত্তা প্রদানে সর্বদা তৎপর। তিনি পুলিশের কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন গাবতলী বাসটার্মিনাল এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দূরপাল্লার যাত্রীরা কেউ যেন অজ্ঞানপার্টি ও মলমপার্টির খপ্পরে পড়ে সর্বশান্ত ও ক্ষতিগ্রস্থ না হয় সে দিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। এ ব্যাপারে বাস মালিক সমিতি এবং লঞ্চ মালিক সমিতিসহ সকলকে পুলিশের কাজে সহযোগিতা করার জন্য তিনি আহ্বান জানান। সর্বশেষে সকলের সম্মিলিত অংশগ্রহনে গাবতলী বাসটার্মিনাল এলাকায় সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয় এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় অজ্ঞানপার্টি ও মলম পার্টি প্রতিরোধমূলক সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।