image_259496.hannan sha

দৈনিকবার্তা-ঢাকা, ২২ আগস্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ.স.ম হান্নান শাহ বলেছেন, ক্রসফায়ারের মাধ্যেম সরকার নিজদলের নেতাকর্মীসহ যেভাবে মানুষকে হত্যা করছে এর মাধ্যমে তাদের বিদায়ের লক্ষণ শুরু হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিচার বিভাগের বাইরে গিয়ে আপনারা মানুষকে হত্যা করছেন। এই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিএনপি সমর্থন করে না।পাকিস্তানে যেমন ভূট্টোর ফাঁসি হয়েছে বর্তমান ক্ষমতাসীন নেতাদেরও একই অবস্থা হবে বলে আশঙ্কা করেন বিএনপির এই নেতা। স্বেচ্ছাসেবক দলের নেতকর্মীদেরকে উদ্দেশ্যে তিনি বলেন, আজ আইনশৃঙ্খলার অনুমতি সাপেক্ষে আপনারা এখানে অনুষ্ঠান করতে পারছেন। তবে আমি আশা করি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি সঠিক সময় আন্দোলনের ডাক দেন এবং ওই আন্দোলনে যদি আপনার অগ্রণী ভূমিকা পালন করতে পারেন তাহলে আগামী ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তভাবে পালন করতে পারবেন। নেতকর্মীদেরকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ঢাকা মহানগরের প্রতিটি থানা ও ওয়ার্ডে স্বেচ্ছাসেবক প্রয়োজন। আর এই স্বেচ্ছাসেবকই হবে আগামী আন্দোলনে বিএনপির রক্ষাকবচ।’

ঢাকা মহানগর আন্দোলনের যুদ্ধক্ষেত্র উল্লেখ করে তিনি বলেন, যে সংগঠন মহানগরে শক্তিশালী হবে তারা বিজয়ী হবে। প্রবীণরা রাজপথে কম নামেন তারা পরিচালনা করেন। তরুণদেরই আন্দোলনে সক্রিয় ভুমিকা পালন করতে হবে। তিনি বলেন, যখন গণেশ উল্টে যাবে তখন এই সরকারের কি অবস্থা হয় তা দেখা যাবে। ইনশাআল্লাহ সেদিন বেশি দুরে নয়। এই সরকারকে বিদায় করতে হবে। বিদায়ের সময় অনেক কিছু বলে। সরকার সেসব কথা বলা শুরু করে দিয়েছে।হান্নান শাহ বলেন, আওয়ামীলীগের কোনো শোক দিবস নেই। তারা শোকদিবস সঠিকভাবে পালন করে না।তিনি বলেন, শোকদিবস করার আগে মন্ত্রীসভায় এবার তারা চাঁদাবাজি না করার সিদ্ধান্ত নিয়েছে। এতে প্রমাণ হয় এর আগে তারা চাঁদাবাজি করেছেন।

তিনি বলেন, গণতন্ত্র চাওয়ার অপরাধে শত শত নেতাকর্মীকে আটক রাখা হয়েছে। তাই বলে আমাদের মনোবল ভাঙ্গেনি। নেত্রি নির্দেশনা দিয়েছেন দলকে শক্তিশালী করতে হবে। সে লক্ষে সামনে এগিয়ে যেতে হবে। আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন মনিরের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিএনপির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম প্রমূখ