narayanganj20140113210754

দৈনিকবার্তা-নারায়ণগঞ্জ, ২১ আগস্ট: মালয়েশিয়া যাওয়ার পর ঢাকা দক্ষিন খানের ফয়েজ আহমেদকে অপহরন করে দেশে পরিবারের কাছে কয়েক দফায় ২৮লাখ টাকা মুক্তিপন আদায়ের অভিযোগে তিন নারীসহ ৭জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে অপহরনের পর আদায়করা মুক্তিপনের প্রায় ১৫ লাখ টাকা উদ্ধার করেছে র‌্যাব। অপহরনকারীর পরিবার র‌্যাবের কাছে অভিযোগ করলে ১৯ ও ২০ আগস্ট দুইদিন অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ, বি-বাড়িয়া, মুন্সিগঞ্জের শ্রী নগর এলাকা থেকে ৭জনকে আটক করা হয়।শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের আদমজী এলাকায় অবস্থিত র‌্যাব-১১ এর সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলন করে র‌্যাব-১১ এর সিও লেফট্যানেন্ট কর্নেল আনোয়ার লতিফ খান এসব করা বলেন। এ ব্যাপারে ফতুল্লা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

সাংবাদিক সম্মেলন করে র‌্যাব-১১ সিও লেফট্যানেন্ট কর্নেল আনোয়ার লতিফ খান জানান, ঢাকা দক্ষিন খানের ব্যাবসায়ী ফয়েজ আহম্মেদ গত ২৩ জুলাই মালোয়েশিয়া গেলে ওই দিন সকালে রাস্তা থেকে মালয়েশিয়া প্রবাসী লোকমানের নেতৃত্বে ৩/৪ জন ব্যাক্তি তাকে অপহরন করে নিয়ে অজ্ঞাত স্থানে আটক করে রাখে। সেখানে বন্দি অবস্থায় ফয়েজ আহমেদের উপর শারীরীক নির্যাতন চালায়। অহরনকারী লোকমান অপহৃতার পরিবারের কাছে সাথে যোগাযোগ করে মুক্তিপনবাবদ এক কোটি টাকা দাবি করা হয়। টাকা না পেলে ফয়েজ আহমেদকে হত্যার হুমকি দেয় অপহরনকারীরা। অপহৃতার পরিবার ভয় পেয়ে বাংলাদেশে বসবাসকারী লোকমানের আত্মীয়স্বজনদের কাছে তিন দফায় ব্যাংক একাউন্ট ও বিকাশের মাধ্যমে ২৮লাখ টাকা প্রদান করে। একপর্যায়ে অপহৃতার পরিবার গত ১৬ আগস্ট র‌্যাবের কাছে অভিযোগ করলে র‌্যাব অভিযান চালিয়ে ৭ অপহরনকারীকে গ্রেফতার করা হয়।