1429292322

দৈনিকবার্তা-ফেনী, ২১ আগস্ট: ফেনীর সোনাগাজীর সোনাপুর গ্রামে গত বৃহস্পতিবার রাতে বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।পুলিশ ও সোনাগাজী পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর বাজার সংলগ্ন মিফতাউল উলুম মাদ্রাসার পাশে বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে সোনাগাজী পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান গিয়াস উদ্দিন (২৭) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন গিয়াসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাঃ সাজেদুল করিম অপু তাকে মৃত ঘোষনা করেন। সোনাগাজী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মহী উদ্দিন মোশায়েদ উল্লাহ জানান, লাইনম্যান গিয়াস উদ্দিন মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার গনসিংজুরি গ্রামের মনির উদ্দিনের ছেলে।