দৈনিকবার্তা-হিলি, ২১ আগস্ট: হিলি স্থলবন্দর দিয়ে নানা পন্যের পাশাপাশি শুরু হয়েছে পাথর আমদানি। পদ্মা সেতু নির্মানে ভারত থেকে পাথর আমদানি শুরু হয়েছে। প্রথম চালানের প্রথম পর্যায়ে গত দু’দিনে সাড়ে তিন শ’ মেট্রিক টন ব্লাক ষ্টোন বোল্ডার (পাথর) আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় পাথরগুলো বন্দরের পানামা পোর্ট অভ্যান্তরে আনলোড করে রাখা হয়েছে।
ভারতের কলকাতার’র (২০, হরিশ চন্দ্র মল্লিক ষ্ট্রিট) মেসার্স কৃষ্ণা ট্রেডার্স প্রতিষ্টানটি বাংলাদেশে পাথর রপ্তানি কাজ শুরু করেছেন। আর আমদানি কারক প্রতিষ্টানটি ঢাকা’র ওয়েষ্ট পান্থপথ (৫৬/১,বি )এর বাংলাদেশ ফাউন্ড্রি এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়াকর্স লিমিটেড। আমদানি কারকের প্রতিনিধি হিসেবে কাজ করছেন বাংলাহিলি কাষ্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়াডিং (সি এন্ড এফ ) এজেন্ট মেসার্স আলতাফ ট্রেডার্স। পদ্মাসেতু তৈরীতে নদীশ্বাসন ও ঢালাইকাজের জন্য ভারতের ঝাড়খন্ড থেকে এই পাকুর পাথর আমদানি করা হচ্ছে।