innnt

দৈনিকবার্তা-লালমনিরহাট, ২১ আগস্ট: দীর্ঘ ৬৮ বছরের বন্দি জিবনের মুক্তির সাথে সাথে লালমনিরহাটের বিলুপ্ত ছিটমহল গুলোতে চালু হলো ইন্টারনেট সুবিধা।বৃহস্পতিবার মধ্য রাত থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় মহাপরিচালক (প্রশাসন) এবং একসেস টু ইনফরমেশন (এটুআই)- এর প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার ফিতা কেটে সাব সেন্টারের উদ্ভোধন করেন।পিছিয়ে পড়া জনগোষ্ঠির দোড় গোড়ায় ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সরকারের ঊদ্যোগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিলুপÍ ১২০ নম্বর বাঁশকাটা ছিটমহলে প্রথম ইন্টারনেট সুবিধার ডিজিটাল সাব সেন্টার উদ্ভোধন করা হয়।

পরে পার্শ্ববর্তী আবতাব নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে বিলুপ্ত ছিটমহলের মানুষদের সাথে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয় মহাপরিচালক (প্রশাসন) এবং একসেস টু ইনফরমেশন (এটুআই)- এর প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নূর কুতুবুল আলম, পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রেজাউল করিম প্রমূখ।