দৈনিকবার্তা-ঢাকা, ২১ আগস্ট: বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে ৩২ রানে আউট হয়েছেন শ্রীলংকার গ্রেট ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। তার ছোট্ট ঐ ইনিংসটির পরও ভারতের বিপক্ষে কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে জবাব দিচ্ছে শ্রীলংকা। প্রথম ইনিংসে ভারতের করা ৩৯৩ রানের জবাব দিতে নেমে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১৪০ রান করেছে লংকানরা। ৭ উইকেট হাতে নিয়ে এখনো ২৫৩ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা।৬ উইকেটে ৩১৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। দিনের শুরুতেই রবীচন্দ্রন অশ্বিনকে হারায় টিম ইন্ডিয়া।
ব্যক্তিগত ২ রানে থামেন তিনি। এরপর অমিত মিশ্রকে নিয়ে দলের স্কোর সামনের দিকে টেনে নিয়ে গেছেন ঋদ্ধিমান সাহা। ১৯ রান নিয়ে শুরু করা সাহা শেষ পর্যন্ত পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরির স্বাদ। দলের স্কোরে বড় না হলেও, গুরুত্বপূর্ণ ২৪ রান যোগ করেছেন মিশ্র।লাঞ্চের পরপরই ভারতের নবম ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নে ফিরেন সাহা। ১১৭ বল মোকাবেলা করে ৫৬ রান করেন তিনি। সাহা’র বিদায়ের কিছুক্ষণের মধ্যে ৩৯৩ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। ৮১ রানে ৪ উইকেট নিয়ে আবারো শ্রীলংকার সফল বোলার রঙ্গনা হেরাথ।
এরপর নিজেদের প্রথম ইনিংস ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলংকা। দ্বিতীয় ওভারের প্রথম বলেই লংকান ওপেনার দিমুথ করুনারতেœকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন ভারতের পেসার উমেশ যাদব। ১ রান করেন করুনারতেœ।করুনারতেœর বিদায়ে ক্রিজে আসেন বিদায়ী টেস্ট খেলতে নামা সাঙ্গাকারা। আরেক ওপেনার কৌশল সিলভাকে সহজেই রান তুলছিলেন সাঙ্গা। কিন্তু দ্বিতীয় উইকেটে ৭৪ রান আসার পর সিলভা-সাঙ্গাকারা জুটি ভেঙ্গে ভারতকে খেলার ফেরানোর পথ তৈরি করেন দলের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। স্লিপে আজিঙ্কা রাহানের দুর্দান্ত ক্যাচে পরিণত হবার আগে ৩২ রান করেন সাঙ্গাকারা। তার ৮৭ বলের ইনিংসে ৪টি বাউন্ডারির মার ছিলো।
শ্রীলংকার সেরা ব্যাটসম্যানের বিদায়ের পর সিলভাকে নিয়ে দলের স্কোর এগিয়ে নেয়ার চেষ্টা করেন লাহিরু থিরিমান্নে। এর মাঝে টেস্ট ক্যারিয়ারের নবম হাফ-সেঞ্চুরির স্বাদ পান সিলভা। তবে হাফ-সেঞ্চুরির পর নিজের ইনিংসটা ৫১ রানে রেখে আউট হন সিলভা।এরপর দিনের বাকী সময়টুকু ভালোভাবেই শেষ করেন থিরিমান্নে ও অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুজ।দিনের শেষভাগে ৫৬ বল মোকাবেলা করে ২৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন থিরিমান্নে ও ম্যাথুজ। থিরিমান্নে ২৮ ও ম্যাথুজ ১৯ রানে অপরাজিত আছেন। ভারতের পক্ষে উমেশ যাদব, রবীচন্দ্রন অশ্বিন ও অমিত মিশ্র ১টি করে উইকেট নেন।