Bandarban-Hill-slide-2

দৈনিকবার্তা-বান্দবান, ২০ আগস্ট ২০১৫: টানা বর্ষণে বান্দরবানে পাহাড় ধসে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে; আহত হয়েছে তার দুই বোন ও নানি।বান্দরবান থানার ওসি মো. রফিক উল্লাহ জানান, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বান্দরবান শহরের নিউ গুলশান এলাকায় এ ঘটনা ঘটে।নিহত সাজ্জাদ হোসেন ওই এলাকার দিনু হোসেনের ছেলে।সাজ্জাদের বোন সানজিদা (১৩) ও তানজিদাকে (১০) বান্দরবান সদর হাসপাতালে এবং তাদের নানি শৈমেকে (৫০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এদিকে গত দুই দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাংগু-মাতামুহুরী নদীর পানি বেড়ে যাওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে বান্দরবান শহরসহ পাঁচটি উপজেলার কয়েক হাজার মানুষ।বান্দরবান-রাঙ্গামাটি ও চট্টগ্রাম-বান্দরবান সড়ক তলিয়ে যাওয়ায় বান্দরবানের সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।শহরের নিম্নাঞ্চল ইসলামপুর, আর্মি পাড়া, উজানী পাড়া, মধ্যম পাড়া, ক্যচিং ঘাটা ও ওয়াপদা ব্রিজ এলাকায় তলিয়ে গেছে শতাধিক ঘর-বাড়ি।বান্দরবানের জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী জানান, শহরের সব প্রাথমিক বিদ্যালয়গুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে খুলে দেওয়া হয়েছে। এছাড়া পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসরত পরিবারগুলোকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।