srinagar20c

দৈনিকবার্তা-মুন্সীগঞ্জ, ২০ আগস্ট ২০১৫: ঢাকা-মাওয়া মহা-সড়কে গনপরিবহনে যাত্রী বহনের দাবীতে বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সামষপুর বাস ষ্ট্যাডে শিক্ষার্থী, অভিবাবক ও এলাকাবাসী জড় হয়ে মহাসড়ক অবোরধ করেছে। এসময় মহা-সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সাড়ে ১২ টার দিকে প্রায় ২ ঘন্টা পর মহাসড়ক থেকে পুলিশের আশ্বাসে অবোরধ তুলে নেওয়া হয়। শ্রীনগর থানার সেকেন্ড অফিসার মোঃ মাসুদ রহমান খান জানান, সকাল খেকে বিভিন্ন স্কুল, এলাকাবাসী এসে জড় হয়ে মহাসড়ক অবোরধ করে। পরে আমরা তাদেরকে বাস মালিক সমিতির সাথে কথা বলে ২দিনের মধ্য ব্যবস্থা নেওয়ার কথা বলে অবোরধ তুলে নেয়া হয়।সহকারী পুলিশ সুপার, সামসুজ্জামান জানান, সত্যই মহাসড়কে গনপরিবহন সংকট রয়েছে। আমরা গনপরিবহনে যাত্রী বহনের ব্যপারে মন্ত্রী মহদয়ের সাথে কথা হয়েছে। পরিবহন মালিকদের সাথেও কথা হয়েছে।উল্লেখ্য ব্যাটারী চালিত অটো রিক্সা. সিএনজি মহাসড়কে চলাচল বন্ধ হওয়াতে স্বল্প পাল্লা যাত্রীরা পড়ে বিপাকে। মহাসড়কে গনপরিবহন সংকট দেখা দেওয়ায় দূভোগে পড়ে শিক্ষার্থী,অভিবাবক ও এলাকাবাসী। যাত্রীবাহী বাস স্টোপিজে না থামায়,অপেক্ষ্ াকরতে হয় ঘন্টার পর ঘন্টা।