দৈনিকবার্তা-ঢাকা, ২০ আগস্ট: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, র্যাবের হাতে আটক আইনজীবীদের নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের বক্তব্য দুঃখজনক।বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। খন্দকার মাহবুব হোসেন বলেন, কোনো আইনজীবী জঙ্গি অর্থায়নে জড়িত নয়। তারপরও যদি প্রমাণিত হয় তবে অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। আসামিদের গ্রেফতারের পরপরই তাদের বিরুদ্ধে অভিযোগ এনে বক্তব্য দেয়া দুঃখজনক।
উল্লেখ্য,গত মঙ্গলবার রাত ৯টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেড’কে আর্থিক সহযোগিতা দেয়ার অভিযোগে বিএনপি দলীয় সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ তিন আইনজীবীকে আটক করেছে র্যাব। বাকিরা হলেন-অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন (৩০) এবং অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপন (২৫)। এর মধ্যে শাকিলা ফারজানা ও লিটন সুপ্রিম কোর্টের আইনজীবী।
ওই তিন আইনজীবীকে আটকের পর বুধবার সন্ধ্যায় পেশাজীবী সমন্বয় পরিষয়দের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আজকে আমরা একটি ব্রেকিং নিউজ দেখেছি, সুপ্রিম কোর্টের তিন আইনজীবী ধরা পড়েছেন। এর মাধ্যমে আমরা (আইনজীবী) নিজেরাও এই জঙ্গির কাতারে যুক্ত হলাম, এটা খুবই দুঃখের বিষয়।