Mustafizur-Rahman-Fizer-111

দৈনিকবার্তা-ঢাকা, ১৯ আগস্ট: শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক, স্কুল ম্যানেজিং কমিটিসহ সমাজের সকলকে সহযোগিতার আহবান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।তিনি বুধবার রাজধানীর আগারগাঁও এলজিইডি মিলনায়তনে এডুকেশন ওয়াচ রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।গণসাক্ষরতা অভিযান, ইউকেএইড ও এডুকেশন ওয়াচ যৌথভাবে ‘এন অ্যাসেসমেন্ট অব প্রাইমারী এডুকেশন কমপ্লিশন একজামিনেশন ইন বাংলাদেশ’ শীর্ষক এই রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করে।

পল্লী কর্মসংস্থান সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন গণসাক্ষরতা অভিযানের (কেএএমপিএ) এর নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মেছবাহ্ উল আলম। মোস্তাফিজুর রহমান বলেন, ডিজিটাল প্রশ্নপত্র ব্যাংকের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে। যাতে অনিয়ম ও দুর্নীতির সুযোগ না থাকে। প্রাথমিকভাবে এ পদ্ধতিতে ৫টি জেলায় সফলতার সঙ্গে পরীক্ষা নেয়া হয়েছে। আগামী ২৮ আগস্ট আরও ১৭টি জেলায় এ পদ্ধতিতে শিক্ষক নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।এ পদ্ধতিতে নিয়োগের ফলে দক্ষ, যোগ্য ও মানসম্পন্ন শিক্ষক নিয়োগ হতে পারে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ ও মানসম্মত শিক্ষক উদ্যোগ ও দায়িত্বশীল হয়ে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পাঠ দান করলে শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে।

শিক্ষার মান উন্নয়নে গবেষণার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, গবেষণার কোন বিকল্প নেই। এ ক্ষেত্রে বর্তমান সরকারের বরাদ্দ যেকোন সরকারের চেয়ে বেশি।শিক্ষার মূল স্তম্ভ প্রাথমিক শিক্ষা। এক্ষেত্রে শিক্ষকদের স্বচ্ছ ও জবাবদিহিতার সাথে পাঠদানে আত্মনিয়োগ করার আহবান জানান তিনি।রাশেদা কে চৌধুরী বলেন, পরীক্ষার চাপে শিশুরা নিবিড়ভাবে বেড়ে উঠছে না। শিশুদের শৈশব কেড়ে নেয়া হচ্ছে। আমাদের দেশের শিশুদের শৈশব ও কৈশোর নেই। তারপরও ছেলেমেয়েরা পরীক্ষায় ভাল ফলাফল করছে।