1451

দৈনিকবার্তা-ঢাকা, ১৯ আগস্ট ২০১৫: সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) শুনানির এখতিয়ার চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিটের আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট।বুধবার বিচারপতি এসএম এমদাদুল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে এ দিন ধার্য করেন।রিট আবেদনটির শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী। আদালতে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।এর আগে সোমবার লতিফ সিদ্দিকীর আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া শুনানি করেন।রিট আবেদনে নির্বাচন কমিশন, আইন সচিব, জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনের উপ-সচিবকে (আইন) বিবাদী করা হয়েছে। লতিফ সিদ্দিকীর পক্ষে রিট আবেদনটি রোববার বিকেলে হাইকোর্টে দাখিল করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। এর আগে ওই বেঞ্চ থেকে রিট আবেদনটি দায়েরের অনুমতি নেন তিনি।