Turkey's Foreign Minister Ahmet Davutoglu addresses the media in Ankara June 13, 2013. REUTERS/Umit Bektas (TURKEY - Tags: POLITICS)

দৈনিকবার্তা-ঢাকা, ১৯ আগস্ট: তুর্কি প্রধানমন্ত্রী নতুন করে প্রশাসনিক কাঠামো ঢেলে সাজাতে আনুষ্ঠানিক অপারগতা প্রকাশ করেছেন রাষ্ট্রপ্রধানের কাছে। এতে করে নতুন আরও একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথ হয়ত সুগম হলো; যেহেতু, প্রধানমন্ত্রীর ‘ব্যর্থতায়’ চলতি বছরের জুন মাসের নির্বাচনী ফলাফল কোনো কাজেই এলো না।তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোলু মন্ত্রীসভা নতুন করে ঠেলে সাজানোর কাচে নিজ অপারগতা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন রাষ্ট্রপ্রধান রেসেপ তাইপ এরদোয়ানের কাছে। এ অপারগতার পেছনে আভ্যন্তরীণ অন্তর্কোন্দলকে দায়ী বলে মনে করেন আহমেত। বিরোধী দলের প্রতিনিধিদেরও মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে মন্ত্রীসভায় একটি সাম্যাবস্থা আনতে, রাষ্ট্রপ্রধানের নির্দেশে সচেষ্ট হয়েছিলেন প্রধানমন্ত্রী।

জুলাই মাসের ৯ তারিখ থেকে এ উদ্দেশ্যে পরিচালিত হয়েছে গুরুত্বপূর্ণ সব বৈঠক। একটি চূড়ান্ত কাঠামো দাঁড় করানোর জন্যে ২৩ অগাস্ট অব্দি সময়সীমা বেঁদে দেয়া ছিল। এর আগেই নিজ অপারগতা প্রকাশ করলেন আহমেত। এটিকে তুরস্কের অভ্যন্তরীণ ঐক্যের দৈনদশার প্রকাশ হিসেবে মনে করছেন বিশেষজ্ঞেরা।