দৈনিকবার্তা-ঠাকুরগাঁও, ১৯ আগস্ট: ঠাকুরগাঁওয়ে এক পরিবারের জমি জবর দখলের চেষ্টা করছে কতিপয় ভূমিদস্যুরা। সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ৪ জনকে আসামী করে ঠাকুরগাঁও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরণীতে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর মৌজার ৩১৭ নম্বর খতিয়ানের ৪১৩ ও ৪১৫ নম্বর দুই দাগের ৩৩ শতক জমি ১৯৯২ সালের ১০ অক্টোবর ফজলুর রহমান ও অমিলা বেওয়া হেবাবিল এওয়াজ দলিলমুলে শফিকুল ইসলামের কাছে হস্তান্তর করেন। এরপর থেকে শফিকুল ইসলাম ওই ৩৩ শতক জমি ভোগদখল সহ নিয়মিত খাজনা পরিশোধ করে আসছিলেন।
অপরদিকে ওই এলাকায় প্রভাবশালী ভূমিদস্যু চক্রটি শফিকুল ইসলামের কাছ থেকে ৩৩ শতক জমি অবৈধভাবে জবর দখলে নেয়ার চেষ্টা চালাচ্ছে। গত ১৭ আগস্ট শফিকুল ইসলাম জগন্নাথপুর এলাকার সরকারী এতিম খানার পশ্চিম পার্শ্বে তাঁর জমি দেখাশুনা ও পরিচর্যা করতে গেলে ভূমিদস্যুরা তাকে ওই জমিটি ছেড়ে দেওয়ার জন্য বলে। কিন্তু শফিকুল ইসলাম জমিটি ছেড়ে যেতে না চাইলে ভুমিদস্যুরা সন্ত্রাসী ভাড়া করে তার জমি জবর দখল করবে বলে হুমিক দেয়। এছাড়াও ভূমিদস্যুরা তাকে মৃত্যুর ভয় সহ মিথ্যা মামলা দিয়ে জেলে রেখে তাঁর জমি জবর দখল করারও হুমকি দেয়।
এ ঘটনায় শফিকুল ইসলাম বাদী হয়ে মামুন অর রশিদ, হামিদুল হক, সাদেকুল ইসলাম ও ওয়ালিয়র রহমানকে আসামী করে ঠাকুরগাঁও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করে।