ershad_100733

দৈনিকবার্তা-ঢাকা, ১৮ আগস্ট ২০১৫: সন্ত্রাসের প্রতিবাদে সবাইকে রাস্তায় নেমে আসার আহবান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা)চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ। সারা দেশে শিশু ও নারী হত্যার প্রতিবাদে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় পার্টি আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে এরশাদ এ আহবান জানান।এরশাদ বলেন,দেশে আইনের শাসন নেই। মানুষের জীবনের নিরাপত্তা নেই।সরকারের উদ্দেশে তিনি বলেন, কোথায় আজ বাঁচার অধিকার? আমাদের বাঁচার অধিকার কে দেবে?’একটি খোলা গাড়িতে করে এরশাদ প্রেসক্লাব থেকে মতিঝিল পর্যন্ত যান। এ সময় নেতা-কর্মীদের সঙ্গে তাঁকে রাস্তায় স্লোগান দিতে দেখা যায়।জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে নই, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবেও নই, একজন সাধারণ নাগরিক হিসেবে প্রতিবাদ করতে এসেছি। বলতে এসেছি, কেন এমন হচ্ছে? তিনি সমবেত সবার উদ্দেশে বলেন, আপনারা রাস্তায় নামুন, প্রতিবাদের ঝড় তুলুন। আমরা আর বসে থাকব না। সন্ত্রাসীদের সমাজ আমরা চাই না।

প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, সমাজের কাছে, সরকারের কাছে এর জবাব চাই। যদি প্রশ্ন করি কেন এমন হচ্ছে? সবাই বলবে, রাজনৈতিক কারণে। এমন সমাজে মানুষ বাস করতে পারে না। এদের বিচার করুন। ফাঁসি দিন। শিশু হত্যা, নারী লাঞ্ছনা বন্ধ করুন।মানববন্ধনের সমাপ্তি টেনে মতিঝিলে এরশাদ বলেন, বিবেকের তাড়নায় রাস্তায় নেমেছি। বাংলাদেশে সন্ত্রাসের রাজত্ব চলছে। মানুষ পরিবর্তন চায়। জনগণ দুই নেত্রীকে চায় না। আমরা ক্ষমতায় গেলে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ব।মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, দলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা, উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী, সভাপতিমণ্ডলীর সদস্য মীর আব্দুস সবুর আসুদ, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া, ছাত্র সমাজের সভাপতি ইফতেখার আহসান হাসান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।