দৈনিকবার্তা-ঢাকা, ১৮ আগস্ট:  বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে দেশব্যাপী বয়স ও বিষয় ভিত্তিক একক ও দলীয় নৃত্য প্রতিযোগিতা বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়। এটি নৃত্যশিল্প ও শিল্পীদের সার্বিক বিকাশ ও পরিচর্যায় নিবেদিত একটি সংগঠন। বিগত দুই বছরে দেশের চলমান সহিংসতা, উগ্র মৌলবাদী হিংসাত্মক তা-বে আমাদের শেকড়ের কৃষ্টি-সংস্কৃতির প্রবাহমান গতি স্তব্ধ করতে জাতীয়তাবাদী-হেফাজতি ও জামায়াতী হায়েনাদের সহিংসতার মধ্যেও গত বছরে সংস্থা সুস্থ্য ও সুন্দর চর্চা অব্যাহত রাখার লক্ষ্যে সার্থকতার সাথে দেশব্যাপী প্রতিযোগিতা সম্পন্ন করেছে যা পুরো বাংলাদেশে ব্যাপক সাড়া জাগিয়েছে, সেই সাথে আমরা পেয়েছি প্রতিভাময় এক ঝাঁক নৃত্য শিল্পী, যা নৃত্যশিল্পের বিকাশে অত্যন্ত আশাব্যঞ্জক সংবাদ।

আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নাগরিকদেরকে বাংলার নিজস্ব কৃষ্টি-সাংস্কৃতিক কর্মকা-ের অনুরাগী করে তুলতে না পারলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন অমানিশায় নিমজ্জিম হওয়ার সম্ভাবনার কথা মাথায় রেখে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা এ বছরেও দেশব্যাপী বয়স ও বিষয় ভিত্তিক একক ও দলীয় নৃত্য প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। শোকের মাস আগস্ট, জাতির জনকের শাহাদাত বার্ষিকীর এ মাসে তাঁর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধার্ঘ্যরে মাধ্যমে ১৮ আগষ্ট বেলা ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র ভবনের নিচ তলায় সারাদেশের জেলা পর্যায়ের বিষয় ও বয়স ভিত্তিক এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন নৃত্যগুরুমাতা বেগম রাহিজা খানম ঝুনু।

এছাড়াও উপস্থিত থাকবেন বরেণ্য নৃত্যশিল্পী লায়লা হাসান, আমানুল হক, গোলাম মোস্তফা কান, বেলায়েত হোসেন, নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানসহ নৃত্যশিল্পের অনেকেই। প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত প্রতিযোগীদেরকে ২৩ আগস্ট থেকে চূড়ান্ত প্রতিযোগিতা বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হবে। সকল বিষয় থেকে সেরা দশজন নৃত্যশিল্পীকে “সেরা দশ” হিসেবে নির্বাচিত করে ৩রা সেপ্টেম্বর ২০১৫ তারিখে পুরস্কার প্রদানের জন্য অনুষ্ঠান আয়োজন করা হবে।