দৈনিকবার্তা-ঢাকা, ১৭ আগস্ট: সিরিয়ায় দামেস্কের বাইরে বিদ্রোহীদের দখলকৃত একটি শহরে সরকারি বাহিনীর কয়েক দফা বিমান হামলায় সোমবার সকালে প্রাণহানির সংখ্যা বেড়ে হয়েছে ৯৬।মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সরকারি যুদ্ধ বিমান দাউমা এলাকায় কমপক্ষে ১০ দফা হামলা চালিয়েছে। বেশির ভাগ হামলা একটি জনপ্রিয় বাজারে হয়েছে।
মানবাধিকার সংগঠন জানায়, প্রাণহানির সংখ্যা বেড়ে হয়েছে ৯৬। নিহতদের মধ্যে কমপক্ষে দুই নারী ও তাদের চার সন্তান রয়েছে। হামলায় আরো ২৪০ জন আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।এদিকে সরকার বিরোধী নেটওয়ার্ক লোকাল কো-অর্ডিনেশন কমিটি বলেছে, রাতে দাউমা এলাকায় হামলায় কমপক্ষে ১০৫ জন নিহত হয়েছে। এ এলাকাতে সরকারি বাহিনী নিয়মিত হামলা চালাচ্ছে এবং প্রায় দুই বছর ধরে অবরুদ্ধ রয়েছে।