SAM

দৈনিকবার্তা-ঢাকা, ১৭ আগস্ট: প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-১৯ফুটবল চ্যাম্পিয়নশীপের আসর বসবে নেপালে। ছয়টি দেশের অংশগ্রহণে এই টুর্নামেন্টে শুরু হবে আগামী ২০ আগষ্ট থেকে। চলবে ২৯ আগষ্ট পর্যন্ত। প্রথমবারের মতো অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দলও। কোচ সাইফুল বারী টিটুর ত্বত্তাবধানে গড়া এই দলটির চোখে অপার স্বপ্ন। অভিষেক আসরেই হতে চায় চ্যাম্পিয়ন।বাংলাদেশ পড়েছে এ গ্র“পে।

যেখানে অপর দুই প্রতিপক্ষ স্বাগতিক নেপাল ও ভুটান। বি গ্র“পে রয়েছে মালদ্বীপ, ভারত ও আফগানিস্তান। ২০ আগষ্ট থেকে কাঠমান্ডুতে টুর্নামেন্টের পর্দা উঠবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক নেপাল ও ভুটান। তবে বাংলাদেশের মিশন শুরু হবে ২২ আগষ্ট থেকে। বেলা সাড়ে তিনটায় বাংলাদেশ মোকাবেলা করবে ভুটানকে।গ্র“প পর্বে একটি ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত। তারপর সেমিতে ভালো করতে পারলে ফাইনাল। সব মিলিয়ে শিরোপা জেতার আশা বেশ প্রখরই অধিনায়ক মাশুক মিয়া জনির। কোচ সাইফুল বারী টিটু অবশ্য ধাপে ধাপে আগানোর পক্ষে। তবে লক্ষ্য সর্বোচ্চ ভালো করা।প্রথম আসরেই চ্যাম্পিয়ন হওয়ার টার্গেট।

এর পেছনে প্রেরণা হিসাবে কাজ করছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ ফুটবল দলের নৈপুন্য। সিলেটে অনুষ্ঠানরত সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলে বাংলাদেশ দল প্রথমবারের মতো ফাইনালে উঠেছে। মঙ্গলবার শিরোপা নির্ধারনী ম্যাচে বাংলাদেশ মোকাবেলা করবে ভারতকে। কিশোরদের এই পারফরমেন্স উজ্জীবিত করছে যুবাদেরও। নেপালে ভালো করার দৃঢ় প্রত্যায় টিটু শিবিরের। আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশ বিমানযোগে নেপালের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।সোমবার বাফুফে ভবনে এ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টে নিজেদের লক্ষ্য নিয়ে কথা বলেন দলের কোচ সাইফুল বারী টিটু। এছাড়া উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি তাবিথ আউয়াল, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, অধিনায়ক মাশুক মিয়া জনিসহ প্রমুখ।