দৈনিকবার্তা-লৌহজং (মুন্সিগঞ্জ), ১৭ আগস্ট: ফেরির সাথে ধাক্কা খেয়ে পদ্মায় একটি স্পিডবোট ডুবিতে অল্পের জন্য বেঁচে গেছেন চালকসহ কমপক্ষে ১৩ জন যাত্রী। আজ সোমবার সকাল পোনে ৮টার দিকে শিমুলিয়া ৩নং ফেরিঘাট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। তবে ফেরিঘাট থেকে অন্তত ১৫ গজ অদূরে হওয়ায় স্পিডবোট যাত্রীরা সাঁতরে তীরে আসতে সক্ষম হন।
জানা গেছে,শিমুলিয়া থেকে কাওড়াকান্দি ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি স্পিডবোটকে বিপরীতদিক থেকে আসা আরেকটি স্পিডবোট ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় কাওড়াকান্দিগামী স্পিডবোটটি ৩নং ফেরিঘাটে যানবাহন আনলোড করতে থাকা একটি কেতকি ফেরির সাথে ধাক্কা খেলে স্পিডবোটটি উল্টে যায়।
এ সময় যাত্রীরা নদীতে পড়ে গিয়ে সাঁতরে তীরে আসতে সক্ষম হন। একপর্যায়ে স্থানীয় প্রশাসন স্পিডবোটটি উদ্ধার করে তীরে নিয়ে আসে। মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইউনুছ আলী জানান, স্পিডবোটটি একটি লঞ্চের পেছন থেকে যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছিল। স্পিডবোটটিতে কত সংখ্যক যাত্রী ছিল তা জানা যায়নি। নিমজ্জিত স্পিডবোটের ইঞ্চিল টি মাওয়া নৌপুলিশের দায়ীত্বে রাখা হয়েছে । তিনি আরো জানান বিআইডব্লিউটিএর মাওয়াস্থ ডোবুরী-দিয়ে ২/৩ ঘন্টা ব্যপি নিখোজ সন্ধান তল্লাশি করা হয়েছে এতে কোন নিখোজ সন্ধান মিলেনি তবে প্রাথমিকভাবে এ ঘটনায় সব যাত্রী তীরে উঠতে সক্ষম হয়েছেন বলে ফেরিঘাট সংশ্লিষ্টরা জানিয়েছেন।