Natore-17.08.15-011-300x251

দৈনিকবার্তা-নাটোর, ১৭ আগস্ট: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন,বিচার বিভাগের স্বাধীনতা ও চাঞ্চল্য রুখতে ষড়যন্ত্র চলছে। দায়িত্ব গ্রহণের পর বিচার বিভাগে চাঞ্চল্য ফিরে আসায় এবং বিচারকরা স্বাধীনভাবে বিচারকাজ পরিচালনা করতে পারছেন বলেই তা ব্যাহত করতে এই ষড়যন্ত্র চলছে বলে তিনি উল্লেখ করেন।প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিন্হা বলেছেন, বিচার বিভাগ নতুন প্রজন্মের জন্য আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, আদালতে মামলার জট কমানো, বিচারকের সংখ্যা বৃদ্ধি, অবকাঠামো নির্মাণসহ বিচার ব্যবস্থার সংস্কারের জন্য প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহন করা হয়েছে। এক্ষেত্রে কোন কিছুই বাঁধা হয়ে দাঁড়াবে না।সোমবার দুপুরে নাটোর জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিচারপতি এ কথা বলেন।তিনি বলেন, উচ্চ আদালতে একটি গবেষণা শাখা খোলা হয়েছে। আইন বিভাগের নতুন প্রণীত আইন, বিভিন্ন আদালতের সিদ্ধান্ত ও রায় এ শাখার ওয়েব সাইটের মাধ্যমে জানা যাবে। একটি ই-লাইব্রেরী চালুরও উদ্যোগ নেয়া হয়েছে।

এতে করে আইনজীবীরা সমৃদ্ধ হতে পারবেন।সিনহা বলেন, বিভিন্ন আদালতে বিচারের অপেক্ষায় থাকা ৩০ লাখ মামলার মধ্যে বিগত ছয় মাসে ২৬ থেকে ৪০ শতাংশ মামলা নিস্পত্তির হার বেড়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে ৫০ ভাগ মামলা নিস্পত্তি করা সম্ভব হবে। আগামী এক বছরের মধ্যে ৫০ ভাগ মামলার জট কমে যাবে। তিনি বলেন, ইতোমধ্যে সিলেট জেলার আদালতের বিচার কার্যক্রমকে ডিজিটালাইজড করা হয়েছে। পর্যায়ক্রমে সকল আদালতে গতিশীল বিচার ব্যবস্থা চালু করা হবে। ইতোমধ্যে গৃহিত পদক্ষেপের ফলে বিচার ব্যবস্থায় প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মামলার জট নিরসনের জন্য আইনজীবীদের সহযোগিতা চেয়ে প্রধান বিচারপতি বলেন, সময়মতো আদালতে আসলে মামলার বিচারকাজে গতিশীলতা আসবে।তিনি আরো বলেন, প্রত্যেক আদালতের বিচারককে সকাল সাড়ে ৯টার মধ্যে এজলাসে উপস্থিত হয়ে সময়ের সদ্ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছে।মধ্যাহ্ন বিরতির পর আদালতে বিচার কার্যক্রমে অংশ গ্রহনের অনুরোধ জানিয়ে আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, জুনিয়র আইনজীবীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের যোগ্য করে গড়ে তোলার দায়িত্বও আপনাদের পালন করতে হবে।

নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর জেলা ও দায়রা জজ লুৎফা বেগম, পিপি সিরাজুল ইসলাম, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সুশান্ত ঘোষ ও অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন শওকত।সমিতি মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা সভায় সুপ্রীম কোর্টের রেজিষ্ট্রার জেনারেল সৈয়দ মোঃ আমিরুল ইসলাম, নাটোরের জেলা প্রশাসক মোঃ মশিউর রহমান, আদালতের জজ ও ম্যাজিস্ট্রেট এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন।