DSC_6933

দৈনিকবার্তা-ঢাকা, ১৭ আগস্ট: গত ১৬/০৮/২০১৫ তারিখ রবিবার রাতে ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ রাজধানীর ভাটারা ও বাড্ডা থানা এলাকায় অভিযান পরিচালনা করে বাড্ডার ”াঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার সন্দিগ্ধ ২ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের নাম মোঃ ফারুক মিলন ও নূর মোহাম্মদ। আসামী ফারুক বাড্ডা এলাকার স্থায়ী বাসিন্দ এবং আসামী নূর মোহাম্মদ এর বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানায়। সে বাড্ডা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা এই ট্রিপল মার্ডার এর নেপথ্যের কারন, পরিকল্পনা ও হত্যাকান্ডে অংশগ্রহনকারী ব্যক্তিদের বর্ননা এবং হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্রের বর্ননাসহ সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে ও ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতা স্বীকার করে।

উল্লেখ্য, গত ১৩/০৮/২০১৫ তারিখ রাজধানীর বাড্ডা এলাকায় দুর্বৃত্তরা ৩টি হত্যাকান্ড সংঘটিত করে। এই ঘটনায় বাড্ডা থানায় একটি মামলা রুজু হয় (যার নং-১৬ তারিখ-১৫/০৮/২০১৫ খ্রিঃ। মামলাটি বর্তমানে গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ (উত্তর) এর নিকট তদন্তাধীন এবং তদন্তকাজে সন্তোষজনক অগ্রগতি রয়েছে। ডিসি ডিবি (উত্তর) শেখ নাজমুল আলম বিপিএম, পিপিএম-বার এর নির্দেশনায়, এডিসি মাহফুজুল ইসলাম, পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে দুটি চৌকস টিম এই অভিযানটি পরিচালনা করে।