1429610651

দৈনিকবার্তা-ঢাকা, ১৭ আগস্ট: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়া ভুয়া জন্মদিন পালনের জবাব পাচ্ছেন। তার বাড়ির আঙিনাতেই এবার ১৫ আগস্টে শোক দিবস পালন করা হয়েছে। আয়োজন করেছে তার বাড়ির লোকজনই। একদিন দেখবেন বিএনপি কার্যালয়েও জাতীয় শোক দিবস পালন করা হবে। সোমবার জাতীয় প্রেসক্লাবে সমবায় লীগ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন হাছান মাহমুদ। জাতীয় শোক দিবস ও ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশকে জঙ্গিবাদের অভয়ারণ্য তৈরি করেছিল। বিএনপি-জামায়াতই জঙ্গিবাদের আশ্রয়দাতা। তাদের দমন করলেই বাংলাদেশ থেকে জঙ্গিবাদ চিরতরে নির্মূল করা সম্ভব।বিএনপির নেতাদের সমালোচনা করে তিনি বলেন, এখন যে বিএনপি নেতারা ব্লগার হত্যার সমালোচনা করছেন তাদের পাশে আফগানিস্তান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি নেতারা বসে থাকে এবং এসব বিএনপি নেতাদের হাতেও গ্রেনেড হামলায় নিহতদের লাশের পোড়া গন্ধ ।আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, এম. এ. করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।