দৈনিকবার্তা-ঢাকা, ১৫ আগস্ট: চীনা কর্তৃপক্ষ তিয়ানজিন বিস্ফোরণ স্থলের ৩ কিলোমিটার এলাকার মধ্যকার সব বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। রাসায়নিক দূষণের আশঙ্কায় এ নির্দেশ দেয়া হয়েছে।পুলিশ ঘটনাস্থলের কাছে অত্যন্ত বিষাক্ত রাসায়নিক সোডিয়াম সায়ানাইড পাওয়ার বিষয়টি নিশ্চিত করার পর এ নির্দেশ দেয়া হয়।বুধবার চীনের উত্তরপূর্বাঞ্চলীয় বন্দরে ভয়াবহ এই বিস্ফোরণে ৮৫ জনের মৃত্যু ও কয়েকশ লোক আহত হয়।শনিবার একটি স্থানে আগুন জ্বলছিল। অগ্নি নির্বাপন কর্মীরা নতুন করে আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
সিনহুয়া জানিয়েছে, ঘটনাস্থলে বেশ কয়েকটি গাড়ি আবারও বিস্ফোরিত হয়েছে।প্রতিবেদনটি আরো জানায়, রাসায়নিক অস্ত্র মোকাবেলার সৈন্যরা ঘটনাস্থলে প্রবেশ করেছে। পিপলস ডেইলি পত্রিকা টুইটারে জানায়, সৈন্যদের উচ্চক্ষমতাসম্পন্ন বিষাক্ত সোডিয়াম সায়ানাইড উদ্ধার করতে তাদেরকে সেখানে পাঠানো হয়েছে। সিলিন্ডারগুলো সেখানে পাওয়া গেছে।পুলিশ এই সিলিন্ডার পাওয়ার সত্যতা নিশ্চিত করেছে।রাষ্ট্র পরিচালিত বেইজিং নিউজ জানিয়েছে, শিল্প এলাকাটির বিস্ফোরণ স্থলের পূর্ব প্রান্তে এগুলো পাওয়া গেছে।