Gournadi photo (1) (1)নিকবার্তা-গৌরনদী (বরিশাল), ১৫ আগস্ট, ২০১৫: বিনম্র শ্রদ্ধায় স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে জেলার গৌরনদী উপজেলা ও পৌর আ’লীগের উদ্যোগে এবং প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালিত হয়েছে৷ একইদিন মাহিলাড়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক মন্ত্রী আবদুর রব ছেরনিয়াবাতসহ অন্যান্য শহীদদের অস্থায়ী প্রতিকৃতিতে মাহিলাড়া ডিগ্রি কলেজ এবং মাহিলাড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়৷

বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদী বাসষ্ট্যান্ডে উপজেলা, পৌর আ’লীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত শোক র্যালীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদনী, সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো. হারিছুর রহমান, পৌর আ’লীগের সভাপতি গোলাম মনির হোসেন মিয়া, আ’লীগ নেতা রাজু আহম্মেদ হারুন, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আনিসুর রহমান আনিস, গোলাম হাফিজ মৃধা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম, সাধারন সম্পাদক নয়ন শরীফ, প্রচার সম্পাদক স্বপন হাওলাদার, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া, সহসভাপতি লুত্‍ফর রহমান দিপ, পৌর ছাত্রলীগের তথ্য ও গবেষনা বিষয়ক মামুন মিয়া, ছাত্রলীগ নেতা ইমরাত খান, সুমন মাহমুদ প্রমুখ৷ এছাড়াও আলোচনা সভায় আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন৷ শেষে সরকারি গৌরনদী কলেজ মসজিদ প্রাঙ্গণে দোয়া-মিলাদ শেষে কাঙ্গালীভোজের আয়োজন করা হয়৷ এছাড়াও প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে, মসজিদে মিলাদ মাহফিল ও মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে৷

Gournadi photo (3)একইদিন মাহিলাড়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক মন্ত্রী আবদুর রব ছেরনিয়াবাতসহ অন্যান্য শহীদদের অস্থায়ী প্রতিকৃতিতে মাহিলাড়া ডিগ্রি কলেজ এবং মাহিলাড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়৷ দুপুরে মাহিলাড়া ডিগ্রি কলেজের হলরুমে কলেজ অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলার দু’বারের শ্রেষ্ঠ মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু৷ বিশেষ অতিথি ছিলেন বরিশাল সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুল ওয়াহেদ৷ বক্তব্য রাখেন কলেজ গবর্নিং বডির সদস্য আবুল কালাম সিকাদার, প্রভাষক গণেষ চন্দ্র মন্ডল, হুমায়ুন কবির প্রমূখ৷ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আবদুর রব ছেরনিয়াবাতসহ ১৫ আগস্ট ভয়াল কালরাতে শাহাদাত্‍বরনকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়৷ দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাহিলাড়া বাজার জামে মসজিদের খতিব মাওলানা মো. সফিউল্লাহ৷