1439628587

দৈনিকবার্তা-ঢাকা, ১৫ আগস্ট: ম্যাচের তৃতীয় দিনের শুরুতেই জয় দেখছিলো ভারত। অন্যদিকে ইনিংস পরাজয় এড়াতে মরিয়া হয়ে লড়ছিলেন চান্দিমাল-থ্রিমান্নে। কিন্তু নাটকীয়ভাবে সেই ম্যাচেই ৬৩ রানের জয় পেয়েছে স্বাগতিক লঙ্কানরা।গল টেস্টের চতুর্থ দিনে শনিবার ভারতের জিততে প্রয়োজন ছিল আরো ১৫৩ রান, শ্রীলঙ্কার প্রয়োজন নয় উইকেট। কিন্তু ৬৩ রান বাকি থাকতেই রঙ্গনা হেরাথের অসাধারণ নৈপূণ্যে অলআউট হয়েছেন কোহলি-ধাওয়ানরা। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে মাত্র ১১২ রানে।

প্রথম ইনিংসে অশ্বিনের তোপের মুখে মাত্র ১৮৩ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। জবাবে নিজেদের প্রথম ইনিংসে কোহলি ও ধাওয়ানের শতকে ৩৭৫ রান করে ভারত। এরপর দ্বিতীয় ইনিংসে ১০০’র নিচের পাঁচ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের হুমকির মুখে পড়ে স্বাগতিক শ্রীলঙ্কা। কিন্তু দিনেশ চান্দিমালের অপরাজিত ১৬২ রানে ভর করে স্কোর পৌঁছে যায় ৩৬৭ রানে। ১৭৫ রানের সহজ লক্ষ্য পায় সফরকারী ভারত।