Gopalganj--free-health-camp-photo-16.5.15

দৈনিকবার্তা-গোপালগঞ্জ, ১৪ আগস্ট, ২০১৫: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এ কার্যক্রমের আয়োজন করে।শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিতা কেটে স্বাস্থ্যসেবার উদ্বোধন করেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

এসময় তার সাথে বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এছাড়া একই সময়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামাধী সৌধ বেদীতে পুষ্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। শুক্রবার বাদজুম্মা তার নেতৃত্বে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, বঙ্গবন্ধু শিশু-কিশোর মঞ্চ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগের পাঁচ শতাধিক নেতাকর্মী বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাদের নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামানায় মোনাজাত করেন।

এ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট সুনীল সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব বদিউল আলম, এমএ রশিদ, সাংগঠনিক সম্পাদক শফিক আদনানসহ চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।অপরদিকে, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গণি মিয়া বাবুলের নেতৃত্বে একটি দল বঙ্গবন্ধু’র মাজারে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখানে তারা ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। এতে পরিষদের সাধারণ সম্পাদক নাছিম উল্লাহ ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুণ-উর-রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ্্ আলম ও দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাকসহ বেশকিছু নেতাকর্মী অংশ নেন।