150814140515

দৈনিকবার্তা-নারায়ণগঞ্জ, ১৪ আগস্ট, ২০১৫: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ২০ আগষ্ট প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬টি জেলায় ৯টি সেতুর উদ্বোধন করবেন।মন্ত্রী শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় পরিদর্শনে এসে এসব কথা বলেন। তিনি জানান, এশিয়ান ডেভেলপমেমেন্ট ব্যাংকের সহায়তায় দেশে ইতমধ্যে ১৭৫২ কিলোমিটার মহাসড়কের কাজ সম্পন্ন হয়েছে। আরো ৬০০ কিলোমিটারের কাজ শুরু করা হবে। এসব সড়কগুলোকে পর্যায়ক্রমে ৪ লেনে উন্নীত করা হবে।

মহাসড়কে সিএনজি, অটোরিক্সা ও ব্যাটারি চালিত যানবাহন নিষিদ্ধের সিদ্ধান্তের ব্যাপারে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এই সিদ্ধান্তের উপর জনগণের আস্থা রয়েছে। যে কারনে এই সিদ্ধান্ত বাস্তবায়নে কোন বাধাগ্রস্ত হয়নি। সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে কার্যত ভূমিকা রাখায় পুলিশ প্রশাসনকে তিনি ধন্যবাদ জানান।তিনি বলেন, যানজট এখনো আমাদের দু:শ্চিন্তা। দূর্ঘটনা এখনো আমাদের দূর্ভাবনা। তাই জনগণের সাময়িক দূর্ভোগ হলেও ভবিষ্যতে স্থায়ীভাবে দূর্ভোগ কমবে।জাতির জনক বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার খুনীদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কাজ করছে।