1438519422

দৈনিকবার্তা-গাজীপুর, ১৩ আগস্ট ২০১৫: গাজীপুরের শ্রীপুরে সূতার বেলের নীচে চাপা পড়ে বৃহস্পতিবার এক কারখানার শ্রমিক নিহত হয়েছে। তার নাম সাইফুল ইসলাম (৫৫)। সে শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।শ্রীপুর মডেল থানার এসআই আশরাফুজ্জামান জানান, শ্রীপুরের মুলাইদ এলাকার ভিয়েলা টেক্সটাইল মিল লিঃ কারখানার ক্লিনিং পদে কর্মরত ছিল সাইফুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে সাইফুল কারখানার গোডাউন ঝাড়– দিচ্ছিল। এসময় সারিবদ্ধভাবে রাখা সূতার বেল হঠাৎ করে তার ওপর পড়ে যায়। এতে সে মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায়। আবদেনের প্রেক্ষিতে নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর কার হয়েছে।কারখানার এডমিন ম্যানেজার হুমায়ুন কবির জানান, কারখানার পক্ষ থেকে নিহতের দাফনের ব্যবস্থাসহ ক্ষতিপূরণ দিয়ে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।