Rajshahi University Humanty Chain 13-8-15

দৈনিকবার্তা-রাজশাহী, ১৩ আগস্ট: জাতীয় শোক দিবস-২০১৫ উপলক্ষে শোক র‌্যালি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন বলেন, বাংলাদেশের ইতিহাসে আগস্ট মাস একটি শোকাবহ মাস। যে ব্যক্তির জন্ম না হলে আমাদের এ মাটি স্বাধীন হতো না, সেই বঙ্গবন্ধু ও তার পরিবারের সবাইকে এই মাসের ১৫ তারিখে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার হাত ধরে যে বাংলাদেশের জন্ম হয়েছিল তা আজ তার সুযোগ্য কন্যার হাত ধরে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।

র‌্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর মুহাম্মদ এন্তাজুল হক, আবাসিক হলের প্রাধক্ষ্যবৃন্দ,বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, ও কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ১৫ তারিখ সকাল সাড়ে সাতটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হবে। ১৮ তারিখ সকাল সাড়ে ১০টায় বিখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপস্থিতিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানান।