দৈনিকবার্তা-ঢাকা, ১৩ আগস্ট ২০১৫: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অসহনীয় যানজটের কারনে মন্ত্রণালয়ের সব অর্জন ম্লান হয়ে যাচ্ছে। যানজট সমূলে নির্মূল না হওয়ার আগ পর্যন্ত নিজেকে সফল হিসেবে ভাবতে পারছি না।আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি সততা ও মেধার প্রতীক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার থেকে শিক্ষা নেয়ার জন্য ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।তিনি বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দানকালে এ আহবান জানান।ওবায়দুল কাদের বলেন, সততা ও মেধার প্রতীক হলো বঙ্গবন্ধুর পরিবার। তার পরিবার থেকে ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মীকে শিক্ষা গ্রহন করতে হবে।
তিনি বলেন, ছাত্রলীগকে বঙ্গবন্ধুর ইমেজ বাড়াতে হবে না। তার ইমেজ নিয়ে ছাত্রলীগকে বিচলিতও হতে হবে না। কারণ বঙ্গবন্ধুর ইমেজ সুপ্রতিষ্ঠিত।আওয়ামী লীগ নেতা আরো বলেন, ছাত্রলীগ তার ইমেজ প্রতিষ্ঠা করলে এবং জ্ঞান, মেধা ও আচরণে নিজেদের সেরা হিসেবে প্রতিষ্ঠা করতে পারলেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে।ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা টিপু, সাজ্জাদ সাকিব বাদশা, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান মোল্ল্যা ও সাবেক সাধারণ সম্পাদক ওমর শরীফ।ওবায়দুল কাদের বলেন, সংগঠনকে শক্তিশালী করার কোন বিকল্প নেই। সংগঠনকে শক্তিশালী করে ঐক্যবদ্ধভাবে যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করার শক্তি অর্জন করতে পারলেই জাতীয় শোক দিবসের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠকের বিষয়ে বলেন, বিএনপি জামায়াতের ষড়যন্ত্র থেমে নেই। আবার তারা দেশকে অস্থিতিশীল করার জন্য নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।তিনি বলেন, যারা পেট্রোলবোমা মেরে দেশের নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, তারা দেশের জনগণের ওপর আরেকটি হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। সেজন্যই তাদের এ নিরবতা।কাদের বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ব্যর্থ হয়ে আরেকটি ষড়যন্ত্রের প্রেক্ষাপট তৈরি করার জন্য বিদেশ যাচ্ছেন। বিএনপির নেতা-কর্মীদের চাঙ্গা করার জন্য বিদেশে গিয়ে তিনি সরকারের বিরুদ্ধে নালিশ করবেন।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার উৎস এদেশের জনগণ। বিদেশীদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে নালিশ করে কোন লাভ হবে না। কারণ তারা সরকারের বিভিন্ন কর্মকান্ডে তাদের আস্থার কথা প্রকাশ করেছে।
এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অভিবাভক হিসেবে দেশে ফিরে এসেছিলেন। তার নেতৃত্বে বঙ্গবন্ধুর অর্থনৈতিক মুক্তির দ্বিতীয় বিপ্লব সফল হচ্ছে। দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আমরা বঙ্গবন্ধুর মতো একজন নেতা পেয়েছিলাম বলেই আমরা একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে বাস করছি।তিনি বলেন, বঙ্গবন্ধু একজন তরুন নেতা থেকে কিভাবে জাতির পিতা হতে হয় তার দৃষ্টান্ত আমাদের কাছে রেখে গেছেন। তার জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের মধ্যে তার আদর্শ বাস্তবায়ন করতে হবে।ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের জাতীয় শোক দিবসের আলোচনা সভা শুরুর আগেই সকাল থেকে বিভিন্ন হল ছাত্রলীগ বিভিন্ন শ্লোগান দিয়ে আলোচনা সভায় আসতে থাকে। আলোচনা সভা শুরুর আগেই পুরো টিএসসি মিলনায়তন কানায় কানায় ভরে যায়।টিএসসি মিলনায়তনে যায়গা না পেয়ে অনেক নেতা-কর্মীকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আলোচনা সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।