1439458496

দৈনিকবার্তা-ঢাকা, ১৩ আগস্ট ২০১৫: ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, দেশ বিরোধী ষড়যন্ত্র করতেই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন।তিনি বলেন, দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতেই খালেদা জিয়া একের পর এক ষড়যন্ত্র ও চক্রান্ত করে যাচ্ছেন। সেই ষড়যন্ত্রকে চূড়ান্ত রূপ দিতে লন্ডনে তার পুত্র তারেক রহমানের কাছে যাচ্ছেন তিনি।মায়া বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় এ কথা বলেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের সকল কর্মসূচি সফল করতেই এ সভার আয়োজন করা হয়।

নগরের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া ও শেখ বজলুর রহমান, যুগ্ম সাধারণ ও খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, সম্পাদক হাজী মো. সেলিম, আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দপপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন।মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বুধবার ২০ দলের বৈঠকে খালেদা জিয়ার বক্তব্যে প্রমাণিত হয়েছে তিনি জামায়াতের সঙ্গ ছাড়তে পারবেন না। তাই এই স্বাধীনতা বিরোধীদের সকল অপরাধের দায়-দায়িত্ব তাকেই (খালেদা জিয়া) নিতে হবে। বাংলাদেশে জামায়াতের কোনো স্থান নেই।কামরুল ইসলাম বলেন, খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ভালো কথা। তিনি লন্ডন থেকে ফিরে বিএনপিকে রাজনীতিতে সোজাপথে না বাঁকা পথে হাঁটাবেন সেটাই দেখার বিষয়।