Train

দৈনিকবার্তা-গাজীপুর, ১৩ আগস্ট ২০১৫: গাজীপুরে ট্রেনের নীচে কাটা পড়ে এক ব্যাক্তি নিহত হয়েছে। আনুমানিক ৪০ বছর বয়সের ওই ব্যাক্তির পরিচয় পাওয়া যায়নি।জয়দেবপুর রেল জংশন ফাঁড়ি পুলিশের এএসআই দাদন মিয়া জানান, ঢাকা-ময়মনসিংহ রেল রুটের গাজীপুর সিটি কর্পোরেশনের চাপুলিয়া এলাকায় বৃহস্পতিবার দুপুরে রেল লাইন পার হচ্ছিল ওই ব্যাক্তি। এসময় ঢাকাগামী ব্রহ্মপুত্র ট্রেনের নিচে কাটা পড়ে তার দেহ দ্বিখন্ডিত হয়ে যায় এবং ঘটনাস্থলেই সে মারা যায়। তার পরনে লুঙ্গি ও সাদা শার্ট রয়েছে। খবর পেয়ে বিকেলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।