mohammad-nasim-মোহাম্মদ-নাসিম

দৈনিকবার্তা-গোপালগঞ্জ, ১২ আগস্ট ২০১৫: বেগম খালোদা জিয়াকে নির্বাচন থেকে পালাতে না বলে চ্যালেঞ্জ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিম বলেছেন, সাহস থাকলে ২০১৯ সালের নির্বাচনে অংশ নিন। জনগনকে সাথে নিয়ে নির্বাচনে বিএনপিকে পরাজিত করবে আওয়ামীলীগ। আপনি চ্যালেঞ্জ গ্রহন করে নির্বাচনের মাঠে আসুন। ১৪ দলের নেতৃবৃন্দ শেখ হাসিনার নেতৃত্বে বিএনপি-জামায়াতের চক্রান্ত নস্যাৎ করে দিয়ে ২০১৯ সালের জাতীয় নির্বাচনে বিজয় অর্জনে কাজ করে যাবে। বুধবার দুপুরে জাতিয় শোক দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, খালেদা জিয়া ভূয়া জন্মদিনের নামে কেক কাটেন এর দ্বারা মানুষ লজ্জায় মাথ হেট করে ফেলেন। খালেদা জিয়া ভূয়া জন্মদিনের নামে যে নারকিয় উৎসব পারন করে যা মানুষ ঘৃনা ভরে প্রত্যাখান করেন। বিএনপি চক্রান্তের রাজনীতি করে। দেশে চক্রান্ত করে খাণেদা জিয়া ব্যর্থ হয়েছেন। বিদেশের মাটিতে তিনি চক্রান্ত করতে চান। তা কখনও সফল হবে না। ১৪দল, জনগন ঐক্যবন্ধ আছে যে কোন চক্রান্ত মোকাবেলা করা হবে। স্বাস্থ্য মন্ত্রী আরো বলেন, এই দেশ এগিয়ে চলছে শেখ হাসিনার নেতেত্বে। আগামী নির্বাচন হবে শেখ হাসিনার নেতেৃত্বে। এর মধ্যে কোন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভবনা নেই। শেখ হাসিনর নেতৃত্বে অসা¯প্রদায়িক ও শোষন মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১৪ দল অতীতের মত কাজ করে যাবে।এর আগে বেলা তিনটার দিকে জাতিয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিমের নেতৃত্বে ১৪ দলের কেন্দ্রীয় নেতরা জাতির পিতার সমাধী সৌধের বেদীতে পুষ্পমাল্য অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে তার বঙ্গবন্ধু সমাধী সৌধ কমপ্লেক্স মসজিদে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেন।এসময় আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় আওয়ামীলীগ আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের সাংসদ লেঃ কর্ণেল (অবঃ) ফারুক খান, জাসস নেতা মাইনুদ্দীন খান বাদল এমপি, শরীফ নরুল আম্বিয়া এমপি, ফজলে হাসান বাদশা এমপি, সাবেক মন্ত্রী দিলীপ বড়–য়া প্রমুখ উপস্থিত ছিলেন।