Thakurgaon Pic_2

দৈনিকবার্তা-ঠাকুরগাঁও, ১২ আগস্ট ২০১৫: ঠাকুরগাঁও শহরের টাঙ্গন নদীর তীরে অবস্থিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নব নির্মিত ভবন হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কাছে নব নির্মিত ভবনের হস্তান্তর করেন ঠাকুরগাঁও গনপুর্ত বিভাগ। এ উপলক্ষে নব নির্মিত ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Thakurgaon Pic_1এতে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর আলম প্রধান, গনপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জীতেন্দ্র নাথ রায়, ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, ডেপুটি কমান্ডার বদরুদ্দোজা বদর, সাংস্কৃতিক কমান্ডার মন্টু দাস, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আয়শা সিদ্দিকা তুলি প্রমুখ। গনপুর্ত বিভাগের ১ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে ১০ শতক জমির উপর এই নয়াভিরাম ভবনটি নির্মিত হয়েছে। এখন থেকে জেলা মুক্তিযোদ্ধাদের কার্যক্রম এই ভবনে অনুষ্ঠিত হবে। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের যথাপযুক্ত সম্মান প্রদর্শন করে ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা সংসদের ভবনটি টাঙ্গন নদীর তীরে নির্মাণ করে।