Thakurgaon Student League Clash Pic_2দৈনিকবার্তা-ঠাকুরগাঁও, ১২ আগস্ট ২০১৫: ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের দু’গ্র“পের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’পক্ষের ইটপাটকেল নিক্ষেপ আর নিয়ন্ত্রনে পুলিশ রাবার বুলেট ছোঁড়ায় অন্তত ২০জন আহত হয়েছে। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার বেলা ১২টায় শহরের চৌরাস্তা মেড়ে ও আ’লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু খুনিদের দেশে ফিরিয়ে আনা ও ফাঁসির দাবিতে ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসুচি অংশ হিসেবে নবনির্বাচিত জেলা ছাত্রলীগ মানববন্ধন ও স্মারকলিপি কর্মসুচি পালনে মিছিল বের করে। সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে শহরের চৌরাস্তায় মিছিলটি পৌছলে নতুন কমিটিতে বঞ্চিত ছাত্রলীগ নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে।

এক পর্যায়ে দুপক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে। এতে উভয় গ্র“পের নেতাকর্মী ও পথচারি আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে এতে পথচারীসহ দু’গ্র“পের ২০জন আহত হয়। ঠাকুরগাঁও থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রনে আনা হয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।